বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ
মাঠ খেলার অনুপযুক্ত থাকায় পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাধায় দেরি হয় খেলা শুরু হতে। ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২০ ওভারে। শ্রীলঙ্কার থ্রাস্টান কলেজ স্পোর্টস কমপ্লেক্সে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে সাত উইকেটে হারিয়েছে বাংলার নারীরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ২০ ওভারের ম্যাচটিতে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি রান করতে পারেনি স্বাগতিকরা। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে দলটি। জবাবে ১৮ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ১১৭ রান করে বাংলাদেশ। পায় সহজ জয়।
আগে ব্যাট করা লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক সাথিয়া সন্দ্বীপনির ব্যাট থেকে। এ ছাড়া, ২৫ রানে অপরাজিত থাকেন মালাশা শিহানি। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন। রাবেয়া চার ওভারে ১৮ রান দেন, তিন ওভারে ১০ রান খরচ করেন ফাহিমা।
জবাব দিতে নেমে ওপেনার শারমিন সুলতানা এক রান করে সাজঘরে ফিরে গেলেও দিলারা আক্তারের ৩৪ বলে ৪৭ রান এবং মুর্শিদা খাতুনের ৩০ রানে বাংলাদেশের জয়ের পথ সহজ হয়। নিগার সুলতানা জ্যোতি ২৪ রানে এবং রিতু মনি অপরাজিত থাকেন ১১ রানে। বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন দুজন।
‘এ’ দলের ব্যানারে বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটাররাই মূলত খেলছেন শ্রীলঙ্কার বিপক্ষে। নিজেদের বেশ ভালোভাবেই মেলে ধরেছেন জ্যোতি-জাহানারা। প্রথম জয়ে এগিয়ে গেলেন সিরিজে।