ভারতের কাছে লজ্জার পর র্যাঙ্কিংয়েও পেছাল বাংলাদেশ
সিরিজ শুরুর আগেও পরিবেশ ছিল অন্যরকম। আত্মবিশ্বাসে বলীয়ান বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ছিল ভারতকের হারানোর ভরপুর উদ্যম। চেন্নাইয়ে প্রথম টেস্ট বদলে দিল চিত্র। ভারতের কাছে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যথারীতি ৯ নম্বরেই আছে। তবে, পিছিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। একদিকে ভারতের বিপক্ষে শান্ত-সাকিবদের হার, অন্যদিকে নিউজিল্যান্ডের সঙ্গে শ্রীলঙ্কার জয়ে পরিবর্তন এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে।
ভারত সিরিজ শুরুর সময় বাংলাদেশের অবস্থান ছিল তিনে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বেশ উন্নতি করেছিল বাংলাদেশ। যদিও, এখন দলটির অবস্থান ছয় নম্বরে। নিউজিল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কা উঠে এলো তিন নম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপে সাত ম্যাচ খেলে তিন জয় ও চার হারে বাংলাদেশের পার্সেন্টেজ পয়েন্ট ৩৯.২৯। আট ম্যাচে সমান চারটি করে জয় ও হারে লঙ্কানদের পার্সেন্টেজ পয়েন্ট বরাবর ৫০।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার ওপরে ভারত। ১০ ম্যাচে সাত জয়, দুই হার ও এক ড্রয়ে ভারতের পার্সেন্টেজ পয়েন্ট ৭১.৬৭। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ম্যাচ খেলেছে ১২টি। আট জয়, তিন হার ও এক ড্রয়ে অসিদের পার্সেন্টেজ পয়েন্ট ৬২.৫০।
কানপুরে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে। যে ম্যাচ জিতলে ফের ওপরে ওঠার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।