ফিফা বর্ষসেরা একাদশে জায়গা পেলেন যারা
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার কাতারে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফিফার বর্ষসেরা একাদশ ঘোষণা করা হলো। একাদশে রয়েছে রিয়াল মাদ্রিদ-ম্যানসিটির প্রাধান্য। রিয়াল মাদ্রিদেরই আছেন পাঁচজন। আর ম্যানসিটি থেকে জায়গা পেয়েছেন তিনজন। তবে, জায়গা পাননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
গত ১৭ বছরে ফিফার বর্ষসেরা একাদশে মেসি নিজেকে রীতিমতো নিয়মে পরিণত করেছেন। তাকে রেখেই গত ১৭টি বছর ফিফাকে বর্ষসেরা একাদশ ঘোষণা করতে হয়েছে। তবে এবার দেখা গেল উল্টো চিত্র। ফিফা বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে; অথচ সেখানে জায়গা হয়নি মেসির। মেসি ভক্তদের কাছে যা এক অবাক হওয়ার মতোই ব্যাপার।
বর্ষসেরা একাদশের গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা কিপার এমি মার্টিনেজ। এবারের বর্ষসেরা কিপারের পুরস্কারও উঠেছে তার হাতেই। রক্ষণভাগে আছেন রিয়াল মাদ্রিদ ও স্পেনের দানি কারভাহাল, ম্যানচেস্টার সিটি ও স্পেনের রুবেন দিয়াজ, রিয়াল মাদ্রিদ ও জার্মানির অ্যান্থিনিও রুডিগার এবং আর্সেনাল ও ফ্রান্সের উইলিয়াম সালিবা।
মিডফিল্ডে আছেন রিয়াল ও ইংল্যান্ডের জুড বেলিংহাম, ম্যানচেস্টার সিটি ও স্পেনের রদ্রি এবং রিয়াল ও জার্মানির টনি ক্রুস। আক্রমণভাগে আছেন স্পেন ও বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। আছেন ম্যানচেস্টার সিটি ও নরওয়ের আর্লিং হলান্ড এবং রিয়াল ও ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র।
বর্ষসেরা একাদশ : এমি মার্টিনেজ (গোলরক্ষক), দানি কারভাহাল, রুবেন দিয়াজ, অ্যান্থিনিও রুডিগার, উইলিয়াম সালিবা, জুড বেলিংহাম, রদ্রি, টনি ক্রুস, লামিন ইয়ামাল, আলিং হলান্ড, ভিনিসিয়াস জুনিয়র।