আর্জেন্টিনাকে হারানোর ঘোষণা রাফিনিয়ার

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ সময় আগামীকাল বুধবার (২৬ মার্চ) সকালে আর্জেন্টিনার মাঠে খেলবে ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে প্রায় ছয় বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দেখা নেই ব্রাজিলের। দুই পরাশক্তির লড়াইয়ের আগে অবশ্য দারুণ আত্মবিশ্বাসী রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ডের বিশ্বাস, এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবেন তারা।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘রোমারিও টিভি’তে রাফিনিয়া বলেছেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’
রাফিনিয়ার ‘যুদ্ধ’ ঘোষণার জবাবে স্কালোনি বলেছেন, ‘মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে বন্ধু। আমি খেলোয়াড়ের বিবৃতি নিয়ে খুব গভীরে যেতে চাই না। কিন্তু আমি এটা সম্পর্কে জানি। আর্জেন্টিনা বনাম ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরপরও এটা একটা ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিত নয়।’
এ সময় মেসি-নেইমারের বন্ধুত্বের কথাও মনে করিয়ে দিয়ে স্কালোনি বলেন, ‘কোপা আমেরিকা ফাইনালের পর মারাকানায় আমি মেসি-নেইমারের ছবিটার কথা মনে করতে পারি। এই আবহটা ধরে রাখতে হবে। বিশ্বের সেরা এবং সম্ভবত দ্বিতীয় সেরা খেলোয়াড়ের একসঙ্গে থাকা, বন্ধু হওয়া। এই চিত্রটাই আমাদের প্রয়োজন।’
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সবশেষ জিতেছে ২০১৯ সালের জুলাইয়ে, কোপা আমেরিকার সেমি-ফাইনালে ২-০ গোলে। তারপর থেকে চারবারের দেখায় তিনটিতেই ব্রাজিল হেরেছে, অন্যটি ড্র। এবার কে হাসবে শেস হাসি, সেই অপেক্ষায় সমর্থকরা।