ইমরান খান ও তার স্ত্রী বুশরার ৭ বছরের কারাদণ্ড
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা খানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একইসঙ্গে তাদের জরিমানাও করা হয়েছে। ২০১৮ সালে আইন ভঙ্গ করে বিয়ে করার দায়ে আদালত এই রায় দিলেন। ইমরান খানের দল পিটিআইয়ের বরাতে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদন বলছে, আজ শনিবার এই রায় দেন আদালত। ইমরানকে কারাগার থেকে আদলতে নেওয়া হয়।
রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের দায়ে তাকে ১০ বছর এবং তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার পর সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় রায়।
পরে ইমরানের আইনজীবী গওহর আলী খান বলেন, এই লজ্জজনক রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত। এই রায়কে চ্যালেঞ্জ করা হবে বলে জানান তিনি।
ইমরান কয়েক মাস ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি আছেন। আর বুশরা আত্মসমার্পণ করলে তাকে তার বাড়িতে নজরবন্দি করা হয়।
‘দুর্নীতির অভিযোগ ও এখন তার (ইমরান) চরিত্রের ওপর নৈতিক প্রশ্ন তোলার চেষ্টা চলছে’ উল্লখ করে মামলার সঙ্গে জড়িত নন এমন এক আইনজীবী সাবাহাত রিজভী শনিবার এএফপিকে বলেছেন, ইমরান খানের জনপ্রিয়তা কমাতে না পেরে তাকে টার্গেট করা হচ্ছে।