কেমন দিন কাটছে বাইডেনের?
জমজমাট প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে ভোটগ্রহণের মূল দিন আজ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় (গ্রিনিচ মান সময় রাত ১১টা ও বাংলাদেশ সময় ভোর ৫টায়) কোনো কোনো অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়ে যাবে। আবার কোথাও শেষ হবে পরদিন রাত ১টায় (গ্রিনিচ মান সময় ভোর ৬টা ও বাংলাদেশ সময় বেলা ১১টায়)। এদিন হোয়াইট হাউসের ৪৬তম অধিশ্বর জো বাইডেন সময় কাটাচ্ছেন সেখানেই।
এর আগে বাইডেন শনিবার নিজ শহর পেনসিলভানিয়ার স্ক্রানটনে একটি চূড়ান্ত নির্বাচনি প্রচারণা শেষে ডেলাওয়্যারের উইলমিংটনে বেশকিছুক্ষণ সময় কাটান বাইডেন। এরপর সোমবার হোয়াইট হাউজে ফিরে আসেন। ফার্স্ট লেডি জিল বাইডেন নির্বাচনের দিনের সকালটা উইলমিংটনে শুরু করেছেন। রাতে স্বামীর সঙ্গে ফিরে আসার আগে, সেখানে নিজের ভোটটি দিয়ে আসবেন তিনি।
ফক্স নিউজ বলছে, হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের বাসভবন থেকে ফার্স্ট লেডি জিল বাইডেন তাদের সহযোগী ও হোয়াইট হাউসের সিনিয়র কর্মীদের সঙ্গে নির্বাচনের ফলাফল দেখবেন।