ক্ষেত নষ্ট করায় ছাগল জবাই করে খাওয়ায় পিটিয়ে হত্যা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সবজিক্ষেত নষ্ট করায় প্রতিবেশীর ছাগল জবাই করে খেয়েছেন ক্ষেতের মালিক ও তাঁর বন্ধুরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই জমির মালিককে পিটিয়ে হত্যা করেছেন ছাগলের মালিক পক্ষের লোকজন। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে।
নিহত সবজিক্ষেত মালিকের নাম আজিজুর রহমান খান (৩৫)। তিনি কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার দুপুরে ওই গ্রামের মোস্তফার একটি ছাগল প্রতিবেশী আজিজুর রহমানের বাগানে ঢুকে কিছু সবজি খেয়ে ফেলে। বিষয়টি ছাগলের মালিককে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ছাগলটি জবাই করে রাতে বন্ধুদের নিয়ে খেয়ে ফেলেন ক্ষেতমালিক। এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আজিজুর বাড়ি থেকে বের হলে ছাগলের মালিক মোস্তফার সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে মোস্তফা ও তাঁর লোকজন ওই সবজি বাগানের মালিক আজিজুরকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে গুরুতর আহত করে। পরে তাঁকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় তারা। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজিজুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় মোস্তফা ও তাঁর মা নুরুন্নাহারসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সবাই পলাতক রয়েছেন। এর আগে নিহত আজিজুরের বিরুদ্ধে থানায় শিশু ও নারী নির্যাতন এবং মাদক আইনে পৃথক দুটি মামলা রয়েছে।’