বিজয় দিবসে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার
মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দেওয়া হয়েছে। এ সময় বিজিবিকেও শুভেচ্ছা জানায় বিএসএফ।
আজ বুধবার সকাল পৌনে ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট গেটে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার দিলবর সিংয়ের হাতে তিনটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার তবিবুর রহমান বলেন, ‘বিজিবির পাশাপাশি বিএসএফও সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালন করে।’
দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।
বিজিবি কর্মকর্তা বলেন, ‘এমন সোহার্দ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে সীমান্তে বিরাজমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব বলে আমরা মনে করি।’
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে আজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ সরকারি ছুটি হওয়ায বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে সকাল থেকে এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
এ ছাড়া বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টেও পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে জানিয়ে আব্দুর রহমান লিটন বলেন, বৃহস্পতিবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। শোষণ-বঞ্চনার অবসান ঘটাতে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতার জন্য যে যুদ্ধ শুরু হয়েছিল, দীর্ঘ নয় মাস পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে তার সফল পরিণতি পায়।
একে একে ৪৯ বছর পেরিয়ে সুবর্ণজয়ন্তীর সামনে দাঁড়ানো বাংলাদেশকে এখন সুবর্ণ সময়ও ডাকছে। পাকিস্তানের চেয়ে দ্বিগুণ জিডিপি নিয়ে এগিয়ে চলেছে সোনার বাংলা।