বাংলাদেশ অতিক্রম করেছে ‘মোরা’
ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশ অতিক্রম করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা বলেন, ‘মোরা’ বাংলাদেশ অতিক্রম করার পর অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে গেছেন। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা এসব কথা জানান।
ভারপ্রাপ্ত সচিব জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে চার লাখ ৬৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়া মানুষদের খাবার সরবরাহ করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে, দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ রাত ৯টা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থেকে পরে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এর আগে আজ সকাল সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানে। পরে বেলা ১১টার দিকে উপকূল থেকে সরে বাংলাদেশ অতিক্রম করতে শুরু করে ‘মোরা’।