কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু করেন। এ সময় মন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিযুক্ত চেয়ারম্যান কর্নেল (অব.) ফোরকান আহমদের কাছে দায়িত্বভার তুলে দেন।
গত ৭ ফেব্রুয়ারি ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল- ২০১৬’ চূড়ান্ত হয়। পরে সরকার প্রথম চেয়ারম্যান হিসাবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল (অব.) ফোরকান আহমদকে নিয়োগ দেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছাড়াও মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আবদুর রহমান বদি ও আশেক উল্লাহ রফিকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় গণপূর্তমন্ত্রী বলেন, ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কমিটি গঠন করে কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। ১৫ সদস্যের কমিটিতে চারজন পূর্ণকালীন ও ১১ জন খণ্ডকালীন হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিতে অন্যদের পাশাপাশি চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান, কক্সবাজার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, পৌর মেয়র কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে থাকবেন।