বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য নিয়ে সভা

কক্সবাজারে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্যের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কক্সবাজারের একটি বিলাস বহুল হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সভা চলে বিকাল ৩টা পর্যন্ত।
সভায় উভয় দেশের শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে আটটি দফা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৈঠক শেষে বিকেলে ৩টায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্বদানকারী কক্সবাজার চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা জানান, সভায় সীমান্ত বাজার বসানো, সীমান্ত বন্দর সম্প্রসারণ, ব্যবসার উন্নয়ন বিষয়ে নানা বিষয়ের পাশাপাশি পর্যটনের বিষয়েও সফল আলোচনা হয়েছে।
এসব আলোচনা দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা নিজ নিজ সরকারকে অবহিত করবেন। আগামী নভেম্বর মাসে মিয়ানমারে এ বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।
সভায় মিয়ানমারের ১৪ জনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাখাইন স্টেট চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান টিন অং। এ সময় উপস্থিত ছিলেন মিয়ানমারের সিটুয়েস্থ বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ের কাউন্সিল ও হেড অফ মিশন শাহ আলম খোকন।
সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রধান অতিথি হিসেবে কার্যপত্র উপস্থাপন করেন।
সভা শেষে মিয়ানমারের ব্যবসায়ী প্রতিনিধিরা রামুর বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এ ছাড়া মঙ্গলবার চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মিয়ানমারের প্রতিনিধি দলের।