রামু সহিংসতা স্মরণে সংঘদান

কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনা স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সংঘদান ও অষ্ট উপকরণ দান, ধর্মসভা, অতিথি ভোজন, চিত্রপ্রদর্শনী, মৈত্রী শোভাযাত্রাসহ নানা কর্মসূচিতে দিনটি পালন করে রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি, রামু সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাথেরো। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বশান্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্বালন ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করা হয়।
২০১২ সালের এই দিন রামু উপজেলার ১৯টি বৌদ্ধ বিহার ও প্রায় ৩০টি বসতঘরে হামলা চালিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয় আরো শতাধিক বসতঘরে।