কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের ‘সর্ববৃহৎ’ প্রতিমা বিসর্জন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। দেশের সর্ববৃহৎ এই বিসর্জন উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকত হয়ে ওঠে লোকে লোকারণ্য।
বিসর্জন দেখতে ছুটে আসে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও অন্য ধর্মাবলম্বীরা। দুপুর থেকে কক্সবাজার জেলা ছাড়াও পাশের বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি থেকে ঢাক-ঢোল বাজিয়ে, সংগীতের মূর্ছনায় নেচে-গেয়ে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা নিয়ে উপস্থিত হয় সমুদ্রসৈকতে। বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে সাগরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রণজিৎ দাস জানিয়েছেন, কক্সবাজার জেলা ছাড়াও পাশের পার্বত্য বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলার দেড় শতাধিক প্রতিমা সৈকতে বিসর্জন দেওয়া হয়। বিসর্জন উপলক্ষে সৈকতের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত বিসর্জনোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রমুখ বক্তব্য দেন। বিসর্জনে লক্ষাধিক মানুষের সমাগম হয়।