প্রবারণা পূর্ণিমায় রামুতে ব্যতিক্রমী জাহাজভাসা উৎসব

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজ সোমবার বিকেলে কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হয়েছে কল্প জাহাজভাসা উৎসব। ছবি : এনটিভি
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হয়েছে কল্প জাহাজভাসা উৎসব।
আজ সোমবার বিকেলে রামুর বাঁকখালী নদীতে শত শত নারী-পুরুষ মিলে দৃষ্টিনন্দন ছয়টি কল্প জাহাজ ভাসায়। এতে শুধু বৌদ্ধরা নয়, বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেয়।
এ উপলক্ষে জাহাজভাসা উদযাপন পরিষদের আহ্বায়ক পলক বড়ুয়া আপ্পুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাজাহান আলী প্রমুখ।
বৌদ্ধ ধর্ম মতে, প্রবারণা দিবসে এ রকম সুসজ্জিত জাহাজে করে মহামতি বুদ্ধ বৈশালী নগর থেকে রাজগৃহে ফিরেছিলেন। এ সময় পথে মানুষ, দেবতা, নাগ সবাই বুদ্ধকে পূজা করেছিল। সেই ঘটনা স্মরণে প্রায় শত বছর ধরে রামুতে জাহাজভাসা উৎসব হয়ে আসছে।