কক্সবাজারে টিভি সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

কক্সবাজারে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের চারদিনব্যাপী প্রশিক্ষণ আজ শনিবার থেকে শুরু হয়েছে। ছবি : এনটিভি
কক্সবাজারে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের চারদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ শনিবার সকালে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, গতিময় সংবাদপ্রবাহের যুগে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে। সংবাদ হতে হবে আরো তথ্যনির্ভর ও জনবান্ধব।
প্রশিক্ষণের প্রথম দিনে টেলিভিশন সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ দেন বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক আবু রুহুল মো. আমিন রুশদ ও সাংবাদিক মামুনুর রহমান খান।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রশিক্ষণ কোর্সে জেলার ৩০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।