মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। ছবি : এনটিভি
স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের নিকটাত্মীয়দের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাঁদের নিকটাত্মীয়দের হাতে সংবর্ধনার চেক তুলে দেন সেনাপ্রধান।
ওই সময় মুক্তিযুদ্ধ চলাকালে খেতাবপ্রাপ্ত সেনাসদস্যদের অবদান বর্ণনা করা হয়। এ বছর খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর তিনজন বীরশ্রেষ্ঠ, পাঁচজন বীর উত্তম, সাতজন বীরবিক্রম ও ২২ জন বীরপ্রতীককে এ সংবর্ধনা দেওয়া হয়।
সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।