মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে আরিফুল ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ডাসার উপজেলার পশ্চিম মাইজপারা এলাকার মাতুব্বর বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
আরিফুল ইসলাম উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ৯নং ওয়ার্ডের মাতুব্বরবাড়ির জাহিদুর মাতুব্বরের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা দেড়টার দিকে নিজ বাড়িতে খেলা করছিল শিশু আরিফুল। এক সময় সবার অজান্তে বাড়ির বাইরে বের হয়ে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে একপথচারী পুকুরের পানিতে আরিফুলকে ভাসতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় জসিম তালুকদার বলেন, ‘আমি গাড়ি চালাই। গাড়ি চালানো শেষ করে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে পুকুরে দেখি একটি শিশু ভাসছে। তখন আমি চিৎকার করলে লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান বলেন, ‘পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি।’