চট্টগ্রামে এনটিভির বর্ষপূর্তি উদযাপন
এনটিভির দুই দশক পূর্তি ও ২১ বছরে পদার্পণ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপন করা হয়েছে। সোমবার (৩ জুলাই) সকালে নগরীর লাভলেইন এপিক ইত্তেহাদ পয়েন্টে এনটিভির স্থায়ী কার্যালয়ে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, জেলা পিপি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সহসভাপতি চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সদস্য ফরিদ মাহমুদ, উত্তর জেলা যুবলীগের সভাপতি রাশেদুল আলম, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, মুক্তবিহঙ্গ ক্লাবের আহ্বায়ক দিদারুল আলম, রাবার বাগান মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বুলু প্রমুখ।
এছাড়া, বিভিন্ন মানবাধিকার সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা এনটিভিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরী ও সিনিয়র প্রতিবেদক আরিচ আহমেদ শাহ্ অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান।
এনটিভির ২১ বছরে পদার্পণে চট্টগ্রামবাসীর পক্ষে প্রতিষ্ঠানের কলাকুশলিদের অভিনন্দন জানান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘গত ২১ বছর ধরে এনটিভি সুস্থ সংস্কৃতি ও সাংবাদিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এনটিভির অবস্থান সুসংহত থাকবে।’
অনুষ্ঠানে আসা বিশিষ্টজনরা বলেন, ‘এনটিভি বিগত দিনে বিশ্বের মানুষের কাছে যে প্রত্যাশা অর্জন করেছে আগামীতে এ ধারা অক্ষুণ্ন রাখবে। এনটিভি চট্টগ্রামের সুযোগ সম্ভাবনা, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা, ক্রীড়া ও ব্যবসা-বাণিজ্যের খবরাখবর বিগত দিনের মতো আগামীদিনেও তুলে ধরবে।’