মান্দায় স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ
নওগাঁর মান্দায় স্বতন্ত্রপ্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ আঙুল নৌকার প্রার্থী অ্যাডভোকেট ড. নাহিদ মোরশেদের কর্মীসমর্থকদের দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। আর অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
অভিযোগ বলছে, আজ শনিবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে মান্দা উপজেলার মৈনম বাজারে এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্রপ্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার তিন কর্মী-সমর্থক আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—আলাম সরদার (৪৫), সামসুল ইসলাম ওরফে সোনামুল (৫০) ও এবিএম হাসান রিপু (৫৫)।
সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকার কয়েকশ বিক্ষুব্ধ নারী-পুরুষ মৈনম-ভোলাবাজার রাস্তা অবরোধ করে রাখে।
স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার অভিযোগ, প্রতিদিনই কোনো না কোনো এলাকায় আমার কর্মী-সমর্থকদের মারধর করছে নৌকার কর্মী-সমর্থকেরা। এ বিষয়ে একাধিক অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এই স্বতন্ত্রপ্রার্থী আরও বলেন, আজ শনিবার পরিকল্পিতভাবে আমার নির্বাচনি কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
অভিযোগের বিষয়ে মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল বলেন, ‘নৌকার সমর্থকেরা আচরণবিধি মেনে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে। স্বতন্ত্রপ্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা নির্বাচনি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না।’
অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবুর মুঠোফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তিনি উত্তর দেননি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, স্বতন্ত্রপ্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামা নির্বাচনি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’