ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে তারাকান্দা উপজেলার কুদালধর এলাকায় এ ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এনটিভি অনলাইনকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ওসি ওয়াজেদ আলী বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা দুটি বাসের মুখোমুখী সংঘর্ষ ঘটে। ফলে বাস দুটি রাস্তা থেকে পাশের ধানক্ষেতে পরে যায়। এতে ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন। আহত হন আরও ২৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।’