নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভাসহ নানান আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় উদযাপিত হয়েছে জনপ্রিয় ও দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির ২১ বছর পূর্তি ও ২২ বছরে পদার্পন অনুষ্ঠান। আজ বুধবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় নওগাঁ প্রেসক্লাব থেকে এক শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে নওগাঁ প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটির নওগাঁ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাট।
নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কায়েস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন এনটিভির স্টাফ করেসপনডেন্ট আসাদুর রহমান জয়।
অন্যান্যদের মধ্যে দর্শক নন্দিত ও জনপ্রিয় টিভি চ্যালেন এনটিভির সংবাদ, বিনোদনমুলক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালা নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ বেতারের প্রতিনিধি অ্যাডভোকেট শেখ আনোয়ার হোসেন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি এমদাদুল হক সুমন, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শফিক ছোটন, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ চৌধুরী, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, জেলা যুব মহিলালীগ নেত্রী মৌসুমি সুলতানা শান্ত প্রমুখ।
বক্তারা এনটিভির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং টিভি চ্যানেলের ২১ বছর পূর্তি ও ২২ বছরে পদার্পন উপলক্ষে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. মোসাদ্দেক আলীর দীর্ঘায়ু কামনা করেন এবং এনটিভি আরও বহু বছর মানুষের দোড়গোড়ায় দেশ ও জাতির বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে পারে এই প্রত্যাশা করেন।