নানা আয়োজনে কেরানীগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে কেরানীগঞ্জে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে দোয়া, আলোচনা ও কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের মিষ্টিমুখ করানো হয়।
এনটিভির কেরানীগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন লিটন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশ্রাফ, পরিসংখ্যান কর্মকর্তা নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ডিপটি, আওয়ামী লীগনেতা বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাকির আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আ. গফুর, বিশিষ্ট আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম রাজু, সামাজিক সংগঠন পিয়ালেস ইয়ুথ ক্লাবের সভাপতি সায়মন চৌধুরী, সাংবাদিক আ. গনি, সাংবাদিক মোস্তফা কামাল, মিয়া আব্দুল হান্নান, আলমগীর হোসেন, শেখ মো. শামীম, আবু জাফর প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে অসংখ্য টিভি চ্যানেলের ভিড়ে এনটিভির আলাদা একটি স্বকীয়তা রয়েছে। এনটিভির সাউন্ড ও আলোকসজ্জা দারুণ। অনুষ্ঠান ও খবর মানসম্পন্ন।
সভায় উপস্থিত সবাই এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়।