বানভাসিদের সহযোগিতায় এগিয়ে এসেছে এনটিভি
বন্যাদুর্গত নয় জেলায় বানভাসীদের সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এবার ত্রাণ দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে। দুর্যোগের এ সময়ে ত্রাণ পেয়ে খুশি বন্যাদুর্গতরা।
স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর সাথে বিধ্বস্ত হয়েছে লক্ষ্মীপুর জেলা। গ্রামীণ জনপদের পাশাপাশি ধান, রবিশস্য, মাছের ঘের নষ্ট হয়েছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকায় বন্যাকবলিত ১৭০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ভয়াবহ দুর্যোগের এ সময়ে এনটিভির ত্রাণ পেয়ে খুশি দুর্গত এলাকার মানুষ।
শুধু সংবাদ আরও বিনোদন নয়, দেশের প্রতিটি দুর্যোগে পাশে ছিল এনটিভি। তাই এনটিভির মতো অন্য প্রতিষ্ঠানগুলো বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালে এ ক্ষত দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।