মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
আটকরা হলো আমিনুল ওরফে অপূর্ব (৩১), মাসুম (৪০), সাকিব (২৩), রাকিব (২৬), সাইফুল (৩০) ও পিকআপভ্যান চালক রুবেল (৩১)। আটকদের মধ্যে রুবেলের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। বাকি পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বলে জানা গেছে।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় ঢাকাগামী লেনে পিকাআপভ্যান দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে ডাকাতির চেষ্টাকালে বিষয়টি পুলিশের নজরে আসে। থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে গেলে ডাকাতদল পিকআপভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছন থেকে ধাওয়া দিয়ে গুনপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের পিকআপভ্যান তলাশি করলে কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়। এগুলোর মধ্যে ছিল চাপাতি একটি, বড় চাকু দুটি, ছোট চাকু একটি ও লোহার পাইপ একটি, সুইচ গিয়ার একটি, স্লাইড রেঞ্জ একটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটক পিকআপভ্যান চালক রুবেলের স্ত্রী শিউলি আক্তার বলেন, ‘আমার স্বামী এর আগেও এমন একটি ঘটনায় আটক হয়েছিল। খারাপ বন্ধু-বান্ধবের মাধ্যমে তিনি এসব কাজে জড়িয়ে পড়েন। আজ সকালে খবর পেলাম তিনি আবার গজারিয়া থানায় আটক হয়েছেন।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।