দুই তরুণীকে হেনস্তাকারী সেই রিংকুকে গ্রেপ্তারের খবর জানালেন সংস্কৃতি উপদেষ্টা

রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে দুই তরুণীকে শারীরিকভাবে হেনস্তা ও মব উসকে দেওয়া রিংকুকে গ্রেপ্তারের খবর জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন।
গতকাল রোববার (৯ মার্চ) দিনগত রাতে রিংকুকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তবে গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুক ওয়ালে লেখেন, ‘লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে।’ একই পোস্টে তিনি ফারজানা ওয়াহিদ শায়ানের গানের কিছু লাইন সংযুক্ত করেন।
প্রসঙ্গত গত ১ মার্চ লালমাটিয়ায় এনএইচএ টাওয়ারের কাছে দুই তরুণী হামলার শিকার হন। লালমাটিয়ার ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এ ঘটনার প্রতিবাদও হয়েছে।