এনটিভিতে একক নাটক ‘নিশিঘোর’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/14/nishighor.jpg)
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘নিশিঘোর’।
ভাইসব প্রডাকশনের প্রযোজনায় অয়ন চৌধুরীর চিত্রনাট্য ও এস কে শুভর পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, অহনা, হান্নান শেলী, আলমগীর, শিখা মৌ, মুসতাক মুকুল প্রমুখ।
নাটকের গল্প এমন—চাঁদমুখা বিলের পাশে বেড়ার ছোট্ট একটা টং ঘরে বসবাস করে মাখন লাইঠাল। দিনের আলোয় সাদাসিধে মাখন রাতের আঁধারে অদম্য সাহস আর তার তীক্ষ্ণ দৃষ্টি জ্বলজ্বল করে ওঠে। তার সম্পদ বলতে বাপ মলম লাইঠালের ব্যবহার করা লাঠি, একটা বালিশ, কাঁথা, পুরোনো বাঁশি, খড়ের ওপর পুরোনো চাদর আর একটা হারিকেন। মাখন সারারাত হুঙ্কার দিতে দিতে লাঠি হাতে নিয়ে গ্রামে ঘুরে বেড়ায়। আর শেষ রাতে একটা পুরোনো গাছের সামনে এসে বাঁশি বাজায় আর হু হু করে কাঁদে।
চাঁদমুখা গ্রামের বনেদি আলেক খুনকার। অজানা কারণে আলেকের রাতে ঘুম হয় না; ঘুমালে স্বপ্নে দেখে কেউ এক জন তাকে খুন করার জন্যে তার পেছনে দৌড়াচ্ছে আর সে প্রাণপণে বাঁচার জন্য দৌড়াচ্ছে। সে জন্য মাখনকে তার বাপ মলমের মতো দেহরক্ষী বানাতে চেয়েছিলেন আলেক খুনকার। মাখন এতে রাজি না হওয়ায় বসতভিটা ছাড়া করে। এ জন্য মাখন চাঁদমুখা বিলের পাশে টং ঘর বানিয়ে থাকে।
রুপালি দিলু কবিরাজের বিধবা মেয়ে। মাখনের প্রতি তার কিসের যেন একটা টান। সে টানে মাখনকে বাঁধতে চায়, কিন্তু মাখন কোনও বাঁধনে নিজেকে বাঁধতে চায় না। কারণ, মাখনের একটাই লক্ষ্য তা হচ্ছে প্রতিশোধ। নাটকের বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।