এবার বাবা-মায়ের পছন্দে বিয়ে, ডিভোর্স নিয়ে গান করছি : নোবেল
সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেল ডিভোর্সের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের বাবা-মায়ের পছন্দে বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছেন। শুধু তা-ই নয়, ডিভোর্স নিয়ে একটি গানও করছেন বলে জানালেন এই গায়ক।
আজ বুধবার রাতে এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় এমনটি জানিয়েছেন নোবেল। তিনি বলেন, ‘এবার আমি বিয়ে করব বাবা-মায়ের পছন্দে; আমি একটা ২৫ বছরের ছেলে... আমি আর একটা বিয়ে করে ফেলব। আমার বহু...জায়গা থেকে প্রস্তাব আছে।’
নতুন গান প্রসঙ্গে নোবেলের ভাষ্য, ‘ডিভোর্স হলো, এটা নিয়ে একটা গান লিখেছি; কম্পোজ করেছি...।’
গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন তাঁর স্ত্রী মেহরুবা সালসাবিল। সেই তথ্য স্বীকার করে নোবেল জানিয়েছেন, ‘তালাকনামা পেয়েছি। কিন্তু আমি স্বাক্ষর করব না। তিন মাস পর তালাকনামা এমনি-এমনি কার্যকর হয়ে যাবে।’
বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মেহরুবা সালসাবিলকে অভিযুক্ত করে নোবেল বলেছেন, ‘দুই বছরে বিয়ে করে মাত্র তিন মাস সংসার করেছি; কেমন মেয়ে বোঝেন... আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে সে... আমার ক্যারিয়ার ধ্বংস করতে একটি প্রভাবশালী পক্ষের হয়ে কাজ করেছে... আমাকে মানসিক যন্ত্রণায় রেখেছে, যাতে গান-কনসার্ট করতে না পারি...।’
তবে নোবেলের এসব অভিযোগ এনটিভি অনলাইনের কাছে অস্কীকার করেছেন মেহরুবা সালসাবিল। যদিও অভিযোগ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে বুধবার দুপুরে নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন জানিয়ে মেহরুবা সালসাবিল অভিযোগ করেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাঁকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’
২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল।
ক্যারিয়ারের শুরু থেকে নিজের কোনও গান প্রকাশ হওয়ার আগে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।