কবির সুমন বলে গেলেন, ইনশা আল্লাহ আবার দেখা হবে
১৩ বছর পর ঢাকার মঞ্চে গাইতে এসে কবির সুমন শেষ করলেন তাঁর তুমুল জনপ্রিয় ‘তোমাকে চাই’ দিয়ে। সুমন... সুমন... ধ্বনি আর করতালিতে ততক্ষণ মুখরিত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পুরো অডিটোরিয়াম।
আবেগতাড়িত কবির সুমন কথা বাড়ালেন না, শুধু বলে গেলেন, ‘ভালো থাকবেন সকলে। ইনশা আল্লাহ আবার দেখা হবে।’
আর দেখা হবে কি না সেটা নিয়ে সন্দিহান কলকাতার নন্দিত গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক নিজেও। তা না হলে ‘তোমাকে চাই’ পরিবেশনের আগে ‘আমি চাই’ গাওয়ায় সময় সুমনের কণ্ঠে শোনা গিয়েছিল, ‘হতে পারে ঢাকায় এটা আমার শেষ গান। কেউ আমাকে আটকাবে না, শরীর আটকাবে। কারণ, শরীরটা আর টানছে না।’
ঢাকার মঞ্চে ১৫ অক্টোবর সুমন গায়েছেন আধুনিক বাংলা গান। ১৮ অক্টোবর বাংলাদেশে প্রথম বারের মতো সুমন গেয়েছেন তাঁর লেখা আধুনিক বাংলা খেয়াল। আর ২১ অক্টোবর আধুনিক বাংলা গান দিয়ে শেষ করেছেন সুমন।
এর আগে নব্বইয়ের দশকের শেষ ভাগে মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে বাংলাদেশে এসে গান করেছিলেন সুমন, সে সময় কোনও পারিশ্রমিক নেননি তিনি। টিকেট বিক্রির পুরো অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে দিয়েছিলেন।