করোনায় আক্রান্ত ইরেশ যাকের

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ইরেশ যাকের। আজ রোববার তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
আজ রোববার রাত সাড়ে ৯টার পরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন ইরেশ যাকের। তিনি বলেন, ‘বর্তমানে বেশ ভালো আছি। সর্দি-কাশি আর হালকা জ্বর ছাড়া অন্য কোনো অসুবিধা নেই। বাসায় আপাতত আমি একাই করোনা পজিটিভ।’
অন্যদিকে, এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। অনুরোধ করছি গেল এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের নিরাপদে থাকার। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, করোনার প্রাথমিক লক্ষণ বিষয়ে। সবার জন্য দোয়া।’
এর আগে গত ২৭ নভেম্বর মারা যান ইরেশ যাকেরের বাবা আলী যাকের। দীর্ঘ দিন ক্যানসারে ভুগতে থাকা আলী যাকের মৃত্যুর দুই দিন আগে করোনা পজিটিভ হন।
ইরেশ যাকের টিভি পর্দার অভিনেতা। বর্তমানে তিনি বেশ কিছু সিনেমায় কাজ করছেন। ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এই অভিনেতা।