তাহসান নয়, মিমের নায়ক হচ্ছেন প্রীতম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/06/tashan_mim_pritom.jpg)
আলোচিত নির্মাতা অনম বিশ্বাসের প্রথম ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই?’ এতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এ খবর আগেই জানা গিয়েছিল।
গেল ১১ নভেম্বর জনপ্রিয় অভিনেতা তাহসান রহমান খানকে নিয়ে শুটিং হওয়ার কথা ছিল ওয়েব ফিল্মটির। পরিচালকের বরাতে সেদিন এমন খবরও প্রকাশ করেছিল এনটিভি অনলাইন। তবে বেশ কিছু জটিলতায় সেই শুট শুরু হয়নি।
সেই জটিলতা পরিচালক রহস্যাবৃত রাখলেও আজ রোববার দুপুরে এনটিভি অনলাইনকে অনম বিশ্বাস বলেন, “আগামী ৮ ডিসেম্বর থেকে শুটিংয়ে যাচ্ছে ওয়েব ফিল্মটি। সে জন্য ‘দামাল’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন মিম। আর এই ওয়েব ফিল্মে মিমের নায়ক হচ্ছেন প্রীতম হাসান।”
জানা গেছে, সোশ্যাল মিডিয়া লাইফের একটা প্রতিচ্ছবি দেখানো হবে এই ওয়েব ফিল্মে। গল্পটা একজন জনপ্রিয় অভিনেত্রী আর একজন সাধারণ মানুষের। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্ম চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে।
চিত্রনাট্যকার, সুরকার ও কাহিনিকার অনম বিশ্বাস ২০১৬ সালে ‘আয়নাবাজি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া ‘দেবী’ সিনেমা নির্মাণ করে এসেছেন আলোচনায়। বিজ্ঞাপনের পরিচিত মুখ এই নির্মাতা।