ধানুশের ৪৬ কোটির সিনেমা, লাভ ১৫ কোটি

লেখক-পরিচালক মারি সেলভরাজের ‘কর্নন’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৯ এপ্রিল। সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন তামিল তারকা ধানুশ। এরই মধ্যে দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। করোনা মহামারির মধ্যেও বক্স অফিসে লাভের মুখ দেখেছে সিনেমাটি।
এবার সিনেমাটির ব্যবসা প্রসঙ্গে আসা যাক। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ‘কর্নন’ সিনেমার বাজেট ৪৬ কোটি রুপি। আর বিশ্বব্যাপী বক্স অফিসে এ সিনেমার সংগ্রহ ৬১.৮ কোটি রুপি। জি তামিল ও অ্যামাজন প্রাইম ভিডিওতে স্যাটেলাইট ও স্ট্রিমিং স্বত্ব বিক্রি করা হয়েছে যথাক্রমে ৯ কোটি রুপি ও ১২ কোটি রুপি। সব মিলিয়ে এ সিনেমার লাভ হয়েছে ১৫.৮ কোটি রুপি।
উল্লেখ্য, তামিলনাড়ু সরকার কর্তৃক প্রেক্ষাগৃহে অর্ধেক আসন ঘোষণার একদিন আগে মুক্তি পায় সিনেমাটি, সেই প্রভাব পড়েছে বক্স অফিসে।
বক্স অফিস সংগ্রহ
তামিলনাড়ুর প্রেক্ষাগৃহ : ২৬ কোটি রুপি
স্যাটেলাইট স্বত্ব (জি তামিল) : ৯ কোটি রুপি
ডিজিটাল (অ্যামাজন প্রাইম ভিডিও) : ১২ কোটি রুপি
অডিও (থিঙ্ক মিউজিক) : ৬০ লাখ রুপি
দেশের বাইরে : ৪.৫ কোটি রুপি
হিন্দি (ডাবিং স্বত্ব) : ৭.৫ কোটি রুপি
কর্ণাটকে সংগ্রহ : ৮ লাখ রুপি
কেরালায় সংগ্রহ : ৯ লাখ রুপি
তেলেগু (প্রেক্ষাগৃহ, স্যাটেলাইট ও ডিজিটাল) : ৫ লাখ রুপি
মোট সংগ্রহ : ৬১.৮ কোটি রুপি
লাভ : ১৫.৮ কোটি রুপি
‘কর্নন’ সিনেমায় ধানুশ ছাড়াও অভিনয় করেছেন রাজিশা বিজয়ন, লাল পাল, যোগী বাবু, নটরাজন সুব্রামানিয়াম, গৌরী জি কিষান, লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি প্রমুখ।