বিয়ের পর হাসপাতাল যাওয়া সেই অভিনেতা বাড়ি ফিরেছেন

দীর্ঘদিন একসঙ্গে থেকেছেন ভারতের কলকাতার বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন দে। তবে এত দিন আনুষ্ঠানিক কোনো সম্পর্কে বাঁধা না পড়লেও, গত ১৬ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। কিন্তু বিয়ের পরের দিনই হাসপাতালে ভর্তি হয়ে ভক্ত-অনুরাগীর উৎকণ্ঠা বাড়ান দীপঙ্কর দে। যদিও সেই উৎকণ্ঠার মাত্রা তীব্রতর হওয়ার আগেই সবাইকে শুভবার্তা দিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে দীপঙ্করকে কলকাতার সল্টলেকের আমরি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর বাড়ি ফেরেন তিনি। তবে আগামী সপ্তাহেও একদিন তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে আসার পরামর্শ দিয়েছেন তাঁর চিকিৎসক অংশুমান মুখোপাধ্যায়।
বিয়ের পরের দিনই গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপঙ্কর দে। এমনকি একপর্যায়ে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। তবে ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে থাকলে পরবর্তী সময়ে তাঁকে সাধারণ বেডে নিয়ে আসা হয়। গত শনিবার স্বাভাবিকভাবে খাবারও গ্রহণ করেন তিনি। এই অভিনেতাকে আরো কয়েকদিন পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
দীপঙ্কর ও দোলনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও অভিনেতা ব্রাত্য বসু, লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়সহ তাঁদের কাছের কিছু মানুষজন। লাল বেনারসি, গয়না ও সিঁথিতে সিঁদুর পরে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী দোলন রায়। অন্যদিকে, এই দিনের জন্য সাদা ধুতি-পাঞ্জাবিকে বেছে নিয়েছিলেন অভিনেতা দীপঙ্কর দে।
উল্লেখ্য, টালিউড সিনেমা ও বাংলা ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। তবে আপাতত টিভি ধারাবাহিকে নিয়মিত অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। তবে তাঁর স্ত্রী দোলন রায় টেলিভিশনের ব্যস্ততম অভিনেত্রীদের একজন।