‘মাকে অসম্মান’ করায় পরিচালককে ধিক্কার
সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিয়ে অসম্মানসূচক মন্তব্য করায় নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়লেন ভারতীয় নির্মাতা ও প্রযোজক সঞ্জয় গুপ্ত। পরে নেটিজেনদের তোপের মুখে নিজের করা টুইট মুছে ফেলেছেন সঞ্জয়।
সঞ্জয় গুপ্ত তাঁর ‘আতিশ’, ‘কাবিল’, ‘শুটআউট অ্যাট লোখান্দবালা’, ‘শুটআউট অ্যাট ওয়াদালা’, ‘জজবা’ ও ‘জিন্দা’ সিনেমার জন্য বিখ্যাত। তবে এবারই প্রথম নিজের মন্তব্যের জন্য নেটিজনদের তোপের মুখে পড়লেন না সঞ্জয়। আগেও এমন কাণ্ড করেছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল এ তথ্য জানিয়েছে।
গেল মাসে কিংবদন্তি অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুর পর ‘বিপজ্জনক’ অঙ্ক প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছিলেন সঞ্জয় গুপ্ত। টুইটারে তিনি লিখেছিলেন, ‘ঋষি কাপুর ও ইরফান স্বর্গে চলে গেছেন! এটা খুবই বিপজ্জনক... ইরফান জন্মগ্রহণ করেন ১৯৬৭ সালে ও মারা যান ৫৩ বছর বয়সে। ঋষি কাপুর জন্মগ্রহণ করেন ১৯৫৩ সালে এবং মারা যান ৬৭ বছর বয়সে। ১৯৬৭ + ৫৩ = ১৯৫৩ + ৬৭ = ২০২০। ... ২০২০ সাল!’ পরে সমালোচনার মুখে এই টুইটও মুছে ফেলেন সঞ্জয়।
সঞ্জয় গুপ্ত এখন তাঁর আগামী গ্যাংস্টার ড্রামা ‘মুম্বাই সাগা’ রুপালি পর্দায় মুক্তির জন্য মুখিয়ে আছেন। তিনি বলেছেন, এটি তাঁর সবচেয়ে আকাঙ্ক্ষিত ছবি।
‘মুম্বাই সাগা’ প্রযোজনা করছে ভূষণ কুমারের টি-সিরিজ। ১৯৮০-১৯৯০ দশকের ঘটনা অবলম্বনে এটি নির্মিত। এতে অভিনয় করেছেন জন আব্রাহাম, ইমরান হাশমি, জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, প্রতীক বাবর, গুলশান গ্রোভার, রোহিত রায় ও অমল গুপ্ত।