শুধু রাজনীতি নয়, মাছও ধরেন শামীম ওসমান
আলোচিত রাজনীতিক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রাজনীতির ময়দানে তিনি যে কেবল বাকপটু তা-ই নয়, তাঁর অন্য অনেক গুণও আছে। আপনি কি জানেন, মাছ ধরার শখ রয়েছে প্রভাবশালী এ নেতার? হ্যাঁ রয়েছে। আর তিনি তা করেও দেখিয়েছেন। ধরেছেন বড় কাতলা মাছ। কী, বিশ্বাস হচ্ছে না? তাহলে আজ রাতে চোখ রাখুন এনটিভির পর্দায়!
মাছ ধরায় দক্ষতা আছে শামীম ওসমানের। শুধু মাছ ধরা নয়, জীবনের নানা দিকও বলেছেন তিনি। গল্পে-গল্পে উঠে এসেছে তাঁর শৈশব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাও। আজ একেবারে আক্ষরিক অর্থেই শামীম ওসমানের মাছ ধরার দৃশ্য দেখবেন দর্শক। কীভাবে? তাহলে পড়ুন পুরোটা।
তারকাদের বিচিত্র সব শখ থাকে। কেউ অবসরে মাছ ধরেন, কেউ বাগান করেন। কেউ ছুটি মিললেই রওনা দেন দূর-দূরান্তে। আবার কুকুর-বিড়ালসহ নানা প্রাণী পোষার শখও রয়েছে অনেকের। বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের অবসর-বিনোদন বা প্রিয় শখ কী, সেসবের বিস্তারিত নিয়েই এনটিভির নতুন আয়োজন ‘প্রিয় শখ’। থাকবেন শোবিজ থেকে রাজনৈতিক অঙ্গনের মানুষও।
বাংলাদেশের প্রথম এই সেলিব্রেটি টক, ফান অ্যান্ড ফিশিং শো ‘প্রিয় শখ’-এর শুরুর ২৬টি পর্ব হবে ফিশিং নিয়ে। এরই মধ্যে বেশ কয়েকটি পর্বের শুটও শেষ হয়েছে। শোর নির্মাতা হুমায়ূন ফরিদ, সঞ্চালক তাহমিনা অথৈ। আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে সম্প্রচারিত হবে এই শোর পঞ্চম পর্ব। আজ শামীম ওসমানের মাছ ধরার দৃশ্য দেখবেন তাঁর অনুরাগীরা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্বে চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, কণ্ঠশিল্পী আগুন, অভিনেত্রী মৌসুমী হামিদের মাছ ধরার দৃশ্য দেখেছিলেন দর্শক। ওই চার পর্ব ব্যাপক সাড়া ফেলেছিল।
এই শো প্রসঙ্গে এনটিভি অনলাইনকে শামীম ওসমান বলেন, ‘জীবনে আমি অনেক টিভি প্রোগ্রাম করেছি। সেগুলোর বেশিরভাগই ছিল টক শো। এই প্রথম আমি একটি বিশেষ ধরনের অনুষ্ঠান করলাম, যা আগে কোনোদিন করিনি। সারা দিন রোদে বসে শুটিং করলাম, অথচ সময় কোথা দিয়ে গেল টেরই পেলাম না। অ্যানি ওয়ে, এই প্রোগ্রামটির কনসেপ্ট ও আয়োজন আমার খুব ভালো লেগেছে। অথৈ খুব ভালো উপস্থাপনা করেছে। আমার ছেলেবেলার অনেক ঘটনা তুলে এনেছে। এনটিভি ও প্রিয় শখ সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ।’
দেখুন প্রিয় শখের প্রোমো :
এই পর্ব প্রসঙ্গে নির্মাতা হুমায়ূন ফরিদ বলেন, ‘নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান এমপি শামীম ওসমান বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের একজন। গলির মোড়, চায়ের দোকান কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র তাঁকে নিয়ে আলোচনা হয়। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড বা নীতি-আদর্শ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে সাক্ষাতে দেখেছি উনি খুব স্মার্ট মানুষ এবং ভীষণ কো-অপারেটিভ। আর কে রিসোর্টে সারা দিন রোদে পুড়ে ওসমান সাহেব আমাদের সঙ্গে শুটিং করেছেন। কোনো শট ভালো না হলে হাসিমুখে আবার দিয়েছেন। আর এনটিভির পুরো টিমকেই ভিআইপি ট্রিট করেছেন। আমার ছোট ক্যারিয়ারে এমপি শামীম ওসমানের সঙ্গে কাজ করাটা বিশেষ স্মৃতি হয়ে থাকবে।’
আজ শনিবার (২১ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে এনটিভিতে ‘প্রিয় শখ’ সম্প্রচার হবে। ষষ্ঠ পর্বে আগামী ২৮ মার্চ দর্শক দেখতে পাবেন কণ্ঠশিল্পী শুভ্রদেবের মাছ ধরার অভিজ্ঞতা; শুনতে পাবেন জীবনের নানা দিক।