সেই ‘রুনু ভাই’ ফিরছেন এই ঈদে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/25/runu_bhai_2_eid_natok_ntv_2.jpg)
গেল বছর পবিত্র ঈদুল আজহায় এনটিভির বর্ণাঢ্য ঈদ আয়োজনে প্রচার হয়েছিল একক নাটক ‘রুনু ভাই’। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর অভিনীত নাটকটি সে সময় পেয়েছিল দর্শকপ্রিয়তা। নেটিজেনরা দাবি তুলেছিল, নাটকটির দ্বিতীয় কিস্তি নিয়ে আসার।
সেই দাবি রক্ষা করবেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন নাটকটির নির্মাতা শিহাব শাহীন। সেই সময় এসেছে; আসন্ন ঈদুল ফিতরে এনটিভির ঈদ আয়োজনে যুক্ত হচ্ছে ‘রুনু ভাই ২’।
অপূর্ব ও সাবিলার সঙ্গে আরও অভিনয় করেছেন শম্পা নিজাম, শিখা খান, খালেকুজ্জামানসহ অনেকেই।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/25/runu_bhai_2_eid_natok_ntv.jpg)
নাটকটির গল্পে দেখা যাবে, মিতুর জেদের কারণে চাপে পড়ে তাকে বিয়ে করে রুনু। যদিও সে কাজিনদের মধ্যে বিয়ের ঘোর বিরোধী। মিতুর পাগলামির কারণে রুনু বাধ্য হয় বিয়ে করতে। কিন্তু বিয়ের পর বাঁধে জটিলতা। এত দিন যাকে বোনের মতো জানত, তাকে হঠাৎ অন্য দৃষ্টিতে দেখতে প্রচণ্ড দ্বিধায় ভোগে রুনু। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।