হইচইয়ের নতুন ওয়েব সিরিজে চঞ্চল, সঙ্গী একঝাঁক তারকা
‘বলী’ শিরোনামের নতুন একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। কুয়াকাটায় আজ থেকে ওয়েব সিরিজটির শুট শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন শঙ্খ দাশগুপ্ত।
ওয়েব সিরিজটি নির্মাণ করছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। মাসব্যাপী ৮-১০ পর্বের সিরিজটির শুট চলবে। সিরিজটিতে চঞ্চল ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের ও সোহেল মন্ডল। এ ছাড়া নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোহানা সাবা ও সাফা কবিরকে।
এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে হইচই বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক (বিপণন ও যোগাযোগ) ফয়সাল মাহবুব বলেছেন, ‘গল্পের নাম বলী বলতে আমরা যে বলি জানি, সেটা নয়। এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলীখেলা। ম্যাসব্যাপী শুট চলবে এবং চলতি বছরেই এটি হইচইয়ে মুক্তির পরিকল্পনা করছি আমরা।’
গুঞ্জন আছে, সিরিজটিতে আরও অভিনয় করছেন তরুণ অভিনেতা জিয়াউল হক পলাশ ও মৌসুমী মৌ। যদিও এই তথ্য নিশ্চিত হতে পারেনি এনটিভি অনলাইন।
আর সিরিজটি প্রসঙ্গে কথা বলতে পরিচালক শঙ্খ দাশগুপ্তের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
সম্প্রতি ওয়েব দুনিয়ায় আলোচিত নাম চঞ্চল চৌধুরী। গেল বছর ‘তকদীর’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন তিনি। সম্প্রতি ‘রূপকথা নয়’ শিরোনামের রোমান্টিক থ্রিলার ঘরানার একটি ওয়েব সিরিয়ালে কাজ করছেন তিনি। যেটি নির্মাণ করছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ।