৪ সন্তানের বিয়ের খরচ নিয়ে চিন্তিত সাইফ!
শুধু বলিউড তারকা নন, পাতৌদির নবাব সাইফ আলি খান। আর তিনি কি না নিজের ছেলেমেয়ের বিয়ের খরচ নিয়ে চিন্তিত!
হ্যাঁ, এমনটাই জানিয়েছেন সাইফ আলি খান। সম্প্রতি ‘ভূত পুলিশ’ সিনেমার প্রচারে দ্য কপিল শর্মা শো-তে হাজির হয়েছিলেন সাইফ। উপস্থিত ছিলেন সহ-অভিনেতা ইয়ামি গৌতম ও জ্যাকুলিন ফার্নান্দেজ। সেখানেই বিয়েতে খরচার ব্যাপারে ভীতি প্রকাশ করেন এ তারকা।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, শো-তে ২০১২ সালে কারিনা কাপুরের সঙ্গে নিজের বিয়ের অভিজ্ঞতার কথাও বলেন সাইফ আলি খান। সাইফ জানান, তিনি অনাড়ম্বর বিয়ের অনুষ্ঠান চেয়েছিলেন।
সাইফ বলেন, ‘আমরা যখন বিয়ে করি, সিদ্ধান্ত নিয়েছিলাম শুধু পরিবারের ঘনিষ্ঠ লোকজনকে দাওয়াত দেব। কিন্তু কাপুর পরিবার কমপক্ষে ২০০ জনের কথা বলেছিল।’
কৌতুক করে সাইফ আলি খান বলেন, ‘খরুচে বিয়েকে আমি খুব ভয় করি। আমার চার সন্তান, আমি ভীত।’
সাইফ আলি খানের চার সন্তান। কারিনা কাপুরের ঘরে দুই সন্তান তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান এবং বিচ্ছেদপ্রাপ্ত অমৃতা সিংয়ের ঘরে দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান।