এক নজরে গ্র্যামি ২০১৫

যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রের জন্য অস্কার আর গানের জন্য গ্র্যামি। ৮৭তম অস্কারের অপেক্ষার পালা ফুরোনোর পথে, তার আগেই রোববার (৮ ফেব্রুয়ারি) হয়ে গেল ৫৭তম বার্ষিক গ্র্যামি পুরস্কারের রাজসিক আয়োজন। বিশ্বজোড়া নামজাদা সংগীত তারকারা মাতিয়েছেন মঞ্চ, ঝুলিতে ভরেছেন স্বপ্নের পুরস্কার। পুরো গ্র্যামি অ্যাওয়ার্ডের ইয়া লম্বা তালিকা মিলল রোলিং স্টোনের কাছে। একনজরে দেখে নিন কোন পুরস্কার গেল কার ঝুলিতে।
২০১৫ গ্র্যামি পুরস্কারের তালিকা
বছরসেরা রেকর্ড গান : স্যাম স্মিথ (ডার্কচাইল্ড ভার্সন)
বছরসেরা গান : স্যাম স্মিথ- স্টে উইথ মি
বছরসেরা অ্যালবাম : বেক- মর্নিং ফেইজ
সেরা নবাগত শিল্পী : স্যাম স্মিথ
সেরা দ্বৈত/দলীয় পারফরম্যান্স (পপ) : এ গ্রেট বিগ ওয়ার্ল্ড এবং ক্রিস্টিনা অ্যাগুইলারা – সে সামথিং
সেরা ঐতিহ্যবাহী পপ অ্যালবাম : টনি বেনেট ও লেডি গাগা (চিক টু চিক)
সেরা পপ (একক) : ফেরেল উইলিয়ামস (হ্যাপি)
সেরা পপ (অ্যালবাম) : স্যাম স্মিথ (ইন দ্য লোনলি আওয়ার)
সেরা রক পারফরম্যান্স : জ্যাক হোয়াইট (লাজারেটো)
সেরা রক অ্যালবাম : বেক (মর্নিং ফেইজ)
সেরা রক গান : প্যারামোর (‘এইন’ট ইট ফান’)
সেরা অলটারনেটিভ রক অ্যালবাম : সেন্ট ভিনসেন্ট (সেন্ট ভিনসেন্ট)
সেরা মেটাল পারফরম্যান্স : টেনাশিয়াস ডি (দ্য লাস্ট ইন লাইন)
সেরা র্যাপ পারফরম্যান্স : কেনড্রিক লামার (আই)
সেরা র্যাপ : এমিনেম ফিচারিং রিহানা (দ্য মনস্টার)
সেরা র্যাপ গান : কেনড্রিক লামার (আই)
সেরা র্যাপ অ্যালবাম : এমিনেম (দ্য মার্শাল ম্যাটারস এলপি২)
সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স : বিয়োন্সে ফিচারিং জে জি (ড্রাংক ইন লাভ)
সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স : জেসাস চিলড্রেন
সেরা আরঅ্যান্ডবি গান : বিয়োন্সে ফিচারিং জে জি (ড্রাংক ইন লাভ)
সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম : টনি ব্র্যাক্সটন ও বেবিফেস (লাভ, ম্যারেজ অ্যান্ড ডিভোর্স)
সেরা আধুনিক সমকালীন অ্যালবাম : ফ্যারেল উইলিয়ামস (গার্ল)
সেরা সমকালীন যন্ত্রসংগীত অ্যালবাম : ক্রিস থাইল ও এডগার মেয়ার (বেইজ অ্যান্ড ম্যান্ডোলিন)
সেরা ইলেকট্রনিক/নাচ অ্যালবাম : অ্যাফেক্স টুইন (সাইরো)
সেরা ধারণকৃত নাচ : ক্লিন ব্যান্ডিট ফিচারিং জেস গ্লিন (রেদার বি)
সেরা সাউন্ডট্র্যাক/কম্পাইলেশন (দৃশ্যমাধ্যম) : ফ্রোজেন
সেরা সাউন্ডট্র্যাক/ স্কোর (দৃশ্যমাধ্যম) : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
সেরা গান (দৃশ্যমাধ্যম) : লেট ইট গো (ফ্রোজেন)
সেরা কান্ট্রি অ্যালবাম : মিরান্ডা ল্যামবার্ট (প্ল্যাটিনাম)
সেরা কান্ট্রি পারফরম্যান্স (একক) : ক্যারি আন্ডারউড (সামথিং ইন দ্য ওয়াটার)
সেরা কান্ট্রি পারফরম্যান্স (দ্বৈত/দলীয়) : দ্য ব্যান্ড পেরি (জেন্টল অন মাই মাইন্ড)
সেরা কান্ট্রি সংগীত : আয়্যাম নট গ’না মিস ইউ
সেরা ফোক অ্যালবাম : রেমিডি (ওল্ড ক্রু মেডিসিন শো)
সেরা মিউজিক ভিডিও : ফ্যারেল উইলিয়ামস (হ্যাপি)
সেরা মিউজিক্যাল ছবি : টুয়েন্টি ফিট ফ্রম স্টেশন
বছর সেরা প্রযোজক (নন-ক্ল্যাসিক্যাল) : ম্যাক্স মার্টিন
সেরা ইন্সট্রুমেন্টাল কম্পোজিশন : জন উইলিয়ামস (দ্য বুক থিফ)
সেরা আয়োজন (ইন্সট্রুমেন্টাল) : পেন্টাটনিক্স (ড্যাফ্ট পাংক)
সেরা আয়োজন (ভোকাল) : বিলি চাইল্ডস (নিউইয়র্ক টেন্ডাবেরি)
সেরা ঐতিহাসিক অ্যালবাম : হ্যাংক উইলিয়ামস (দ্য গার্ডেন স্পট প্রোগ্রামস) (১৯৫০)
সেরা সারাউন্ড সাউন্ড অ্যালবাম : বিয়োন্সে (বিয়োন্সে)
সেরা রেগে অ্যালবাম : জিগি মার্লে (ফ্লাই রাসটা)
সেরা বিশ্বসংগীত অ্যালবাম : ইভ (এনজিলিক কিদজো)
সেরা শিশুদের অ্যালবাম : নিলা ভাসওয়ানি (আই অ্যাম মালালা)
সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম : বিউটিফুল : দ্য ক্যারোল কিং মিউজিক্যাল
সেরা ব্লুজ অ্যালবাম : জনি উইন্টার (স্টেপ ব্যাক)
সেরা অ্যালবাম (মৌখিক শব্দভিত্তিক) : জোয়ান রিভারস (ডায়েরি অব আ ম্যাড ডিভা)
সেরা হাস্যরসাত্মক অ্যালবাম : ‘উইয়ার্ড অ্যাল’ ইয়াংকোভিচ (ম্যান্ডেটরি ফান)
সেরা আধুনিক সময়ের অ্যালবাম : রিকি কেজ ও উল্টার কেলারম্যান (উইন্ডস অব সামসারা)
সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম : ডায়ান রিভস (বিউটিফুল লাইফ)
সেরা জ্যাজ ইন্সট্রুমেন্টাল অ্যালবাম : চিক কোরিয়া ট্রায়ো (ট্রিলজি)