নবাগত অর্জুন রামপাল
হ্যাঁ, নিজেকে নবাগত দাবি করেছেন অর্জুন রামপাল! কীভাবে? ১৩ তারিখে মুক্তি পাবে অর্জুন রামপালের নতুন ছবি ‘রয়’। সাথে আছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও রণবীর কাপুর। এই ছবি দিয়ে দীর্ঘ দেড় বছর পর আবার পর্দায় দেখা যাবে অর্জুনকে। আর তাই নিজেকে নবাগত দাবি করেছেন তিনি।
মুম্বাইয়ে ডাব্বু রাতনানির ক্যালেন্ডার উদ্বোধন অনুষ্ঠানে অর্জুন বলেন, ‘দেড় বছর ধরে আমি পর্দায় নেই। আর সেটাই আমার চিন্তার বিষয়। নিজেকে নবাগত মনে হচ্ছে।’
তবে ‘রয়’ দেখে তাঁর মনে হয়েছে ছবিটা ভালো হয়েছে এবং দর্শক তাঁকে ইতিবাচকভাবেই নেবে। ২০১৩ সালে নিখিল আদভানির ডি-ডে ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন অর্জুন। ‘রয়’ ছবিটি পরিচালনা করেছেন বিক্রমাজিত সিং। এতে একজন লেখকের চরিত্রে দেখা যাবে অর্জুনকে।
২০০১ সালে ‘পেয়ার ইশক অউর মোহাব্বাত’ ছবির মধ্য দিয়ে বলিউড দুনিয়ায় পা রাখেন অর্জুন। সেখানে তিনি একজন মডেলের চরিত্রে অভিনয় করেন। ‘ওম শান্তি ওম’, ‘রক অন’, ‘হাউসফুল’ ও ‘রা. ওয়ান’ অর্জুনের ব্যবসাসফল ছবি। এখন অপেক্ষা তাঁর নতুন ছবি ‘রয়’ বক্স অফিসে সাড়া জাগাতে পারে কি না!