বইমেলায় প্রথম সত্যজিতের বই কিনেছিলেন ইরেশ

জনপ্রিয় অভিনয়শিল্পী ইরেশ যাকের বই পড়তে ভালোবাসেন। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজনে নিজের পড়া প্রিয় বই, বই পড়া নিয়ে মজার স্মৃতি ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন মন খুলে।
প্রিয় বই : অমিতাভ ঘোষের লেখা বই ‘দ্য ক্যালকাটা ক্রোমোসোম’ (The Calcutta Chromosome) । ২২ বছর বয়সে বইটি পড়েছিলাম।
প্রিয় লেখক : অবশ্যই হুমায়ূন আহমেদ। এ ছাড়া অমিতাভ ঘোষ ছাড়াও অনেক বিদেশি লেখকের লেখা আমার পছন্দের তালিকায় রয়েছে।
এখন কী বই পড়ছেন : বইটির নাম ‘থ্রি বডি প্রোবলেম’। এটা সায়েন্স ফিকশন উপন্যাস। বইটি লিখেছেন চীনা লেখক লিউ সিশিন। বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন কেন লিউ।
সামনে কী বই পড়বেন : আমার তো ফিকশন পড়তে বেশি ভালো লাগে। এ ছাড়া দেশ-বিদেশের ইতিহাসের বই পড়তে আমি ভীষণ ভালোবাসি। সামনে ইতিহাস সংক্রান্ত কিছু বই পড়ব।
প্রথম বইমেলায় যাওয়ার অভিজ্ঞতা : আমি যখন ক্লাস ওয়ান কিংবা টুতে পড়ি তখন প্রথম বইমেলায় গিয়েছিলাম। সেই স্মৃতি এখন আমার মনে নেই। আর ১৬ কিংবা ১৭ বছর বয়সে বইমেলায় অনেক যেতাম। আমার বন্ধুরাও সঙ্গে যেত। সেই স্মৃতিগুলো অনেক মজার ছিল। আমরা একুশে ফেব্রুয়ারি সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে থাকতাম। তবে আগে মেলায় বই কেনার পাশাপাশি ঘুরে বেড়ানোর ঝোঁক অনেক বেশি ছিল। কিন্তু এখন মেলায় গেলে বই কেনার প্রতি বেশি ফোকাস থাকে। সম্ভবত বইমেলায় প্রথম সত্যজিৎ রায়ের বাক্স রহস্য বইটি কিনেছিলাম। সত্যজিৎ রায় তখন বেঁচে ছিলেন। আমি তো তখন অনেক ছোট। একুশে বইমেলায় আমি প্রতিবারই যাই। এবার এখনো যাওয়া হয়নি। তবে শিগগিরই যাব।