অসুস্থ স্যান্ডির জন্য সালমানের শুটিং বাদ
পোষা কুকুরের প্রতি সালমান খানের ভালোবাসার কথা বলিউডের সবাই জানেন। এবার কুকুরের জন্য শুটিং বাদ দিয়ে আবারও আলোচনায় এলেন সালমান।
পোষা কুকুর স্যান্ডির অসুস্থতার খবর শুনে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির শুটিং ফেলে একদিনের জন্য মুম্বাইয়ের ফ্লাইট ধরলেন খানসাহেব! মিড ডে জানিয়েছে, প্রিয় স্যান্ডি খাবার মুখে তুলছে না শুনে কাজ ফেলে ছুট দেন সালমান। তারপর সারা দিন স্যান্ডির সাথে কাটিয়ে সন্ধ্যায় আবার রাজস্থানের মানদাওয়াতে ফিরে আসেন।
সেখানে কবির খানের পরিচালনায় চলছে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির শুটিং। এতে সালমানের সাথে রয়েছেন কারিনা কাপুর। এর আগে এক থা টাইগার ছবিতে কবির খানের পরিচালনায় কাজ করেছিলেন সালমান।
স্যান্ডির আগে সালমানের আরো দুটি পোষা কুকুর ছিল। মাইসন ও মাইজান। ২০০৯ সালে মাইসনের মৃত্যুর পর মাইজানকে পুষতে শুরু করেন সালমান। কিছুদিন পর মাইজান মারা গেলে সালমানের পোষ মানে স্যান্ডি। নিজের প্রথম প্রযোজনার ছবি চিল্লার পার্টিতেও পোষা কুকুরের প্রতি ভালোবাসার গল্প বলেছেন সালমান।