সেন্সর বোর্ডে যাচ্ছে ‘সাদা কালো প্রেম’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/08/photo-1491651291.jpg)
শেষ পর্যায়ে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘সাদা কালো প্রেম’ ছবির কাজ। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি ও এমিয়া এমি। চলতি সপ্তাহে ছবিটি সেন্সরে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক।
শাহ আলম মণ্ডল এনটিভি অনলাইনকে বলেন, ‘চলতি সপ্তাহে ছবিটি সেন্সরে জমা দেব। এরই মধ্যে ছবির সব কাজ প্রায় শেষ করেছি। দুদিন এডিটিংয়ের কিছু কাজ করলেই ছবিটি সেন্সরে জমা দিতে পারব।’
শাহ আলম মণ্ডল আরো বলেন, “এর আগে আমার প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে আমি নায়িকা পরী মণিকে চলচ্চিত্রে এসেছিলাম, এবার এমি নামে আরেকজন নায়িকাকে দর্শকদের সাথে পারিচয় করিযে দেব। আশা করি এমিও সবার মন জয় করবে।”
কবে ছবিটি মুক্তি পাবে জানতে চাইলে শাহ আলম বলেন, ‘এখনো মুক্তির দিন নিয়ে চিন্তা করতে পারিনি। তবে ভালো একটা দিন দেখে ছবিটি মুক্তি দিতে চাই।’
ছবির গল্প নিয়ে শাহ আলম মণ্ডল বলেন, ‘দর্শক জানেন যে আমি সব সময় গল্পনির্ভর ছবি বানাতে চেষ্টা করি। এই ছবিতে নতুন নায়িকার পাশাপাশি সুন্দর একটি গল্প পাবে দর্শক। নায়ক বাপ্পি অনেক ভালো কাজ করেছেন এই ছবিতে। নায়িকার সাথে বাপ্পির রসায়নটা দর্শক উপভোগ করবেন বলে আমার মনে হয়।’
গত বছর ১৩ ফেব্রুয়ারি ঢাকার মগবাজারের শ্রুতি স্টুডিওতে ‘সাদা কালো প্রেম’ ছবির শুভ মহরত হয়। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি ছবিটি প্রযোজনা করছে এবি চলচ্চিত্র। ছবিটিতে বাপ্পি-এমি ছাড়াও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, হাসান ইমাম, লায়লা হাসান, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, মিশা সওদাগর, শিবা সানু, ডিজে সোহেল।