বাংলাদেশে সম্প্রচার শুরু ‘বাংলা টিভি’র
যুক্তরাজ্যের লন্ডনের পর এবার বাংলাদেশে সম্প্রচার শুরু হয়েছে বেসরকারি চ্যানেল ‘বাংলা টিভি’র।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে জাতীয় সংসদের স্পিকার ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও শোষণহীন সমাজ গড়ার লক্ষ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছিল বাংলার স্বাধীনতা। বর্তমান এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস। যার যার ক্ষেত্রে সে সে সচেষ্ট থেকে দেশ গড়ার কাজে নিবেদিত হলে প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও টেকসই উন্নয়নকে সামনে রেখে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার, যা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে এক অনন্য উচ্চতায়।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামেদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংবাদিক-কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা টিভির চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান, ভাইস চেয়ারম্যন সৈয়দ গোলাম দস্তগীর (নিশাদ), বাংলা টিভির কলাকুশলী, বিভিন্ন অঙ্গনের তারকারা ও বিশিষ্ট নাগরিকরা।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশে সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল ও এফএম রেডিও দিন দিন বেড়ে চলেছে। আমরা প্রত্যেকটা চ্যানেলের লাইসেন্স দিচ্ছি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি।’
আবদুল গাফফার চৌধুরী বলেন, ‘১৯৯৮ সালে লন্ডনে বাংলা টিভির সম্প্রচার শুরু হয়। প্রবাসী বাঙালিরা ঘরে বসে বাংলা চ্যানেল দেখতে পেয়েছে। এখন বাংলাদেশে চ্যানেলটি চালু হলো। বাংলা টিভির পথচলা শুভ হোক। ’
নওশীন ও হিল্লোলের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে নাচ পরিবেশন করে সাদিয়া ইসলাম মৌ ও তাঁর দল। গান গেয়েছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, কনা ও ইমরান।