নাখোশ হনুমান, বেকায়দায় ‘বজরঙ্গি ভাইজান’ সালমান
ঈদ উপলক্ষে মুক্তি পাবে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি। কিন্তু ছবির নাম নিয়ে আপত্তি রয়েছে ভারতের বেশ কয়েকটি হিন্দুত্ববাদী দলের। এরই মধ্যে একদল রাস্তায় নেমে পড়েছেন হনুমানের বেশে। এ খবর জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।
হিন্দুত্ববাদী দলগুলোর দাবি, ছবির নামের মাধ্যমে হিন্দু ঐতিহ্যকে ছোট করা হয়েছে। কারণ হিন্দু দেবতার নামের সঙ্গে ‘ভাইজান’ শব্দটি মানানসই নয়।
এর আগে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বাজরাং দল সালমান খানের ছবির নাম বদলের দাবিতে বিক্ষোভ করেছিল। তবে নাম বদলের কোনো লক্ষণ নেই ছবির সহ-প্রযোজক এবং নায়ক সালমান খানের মধ্যে।
আগামী ১৭ জুলাই মুক্তি পাবে ছবিটি। তবে হিন্দুত্ববাদী দলগুলো বলছে, ছবির নাম পাল্টানো না হলে তারা বড় ধরনের প্রতিবাদে যাবে।
উত্তর প্রদেশের চিত্রাকোটের এক বাসিন্দা তো এরই মধ্যে ছবির নাম পরিবর্তনের জন্য সালমান খান, পরিচালক কবির খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
সালমান খান ফিল্মস এবং ইরোস ইন্টারন্যাশনাল যৌথভাবে প্রযোজনা করেছে ছবিটি। ছবির গল্পে দেখা যাবে, পাকিস্তান থেকে ভারতে পৌঁছে যাওয়া এক ছোট্ট মেয়েকে তার দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয় সালমান। ছবির নামর ভূমিকায় অভিনয় করেছেন সালমান খান।