মাদকবিরোধী গানে শিনা চৌহান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/06/04/photo-1528110686.jpg)
ভারতীয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী শিনা চৌহান বাংলাদেশেও অনেক জনপ্রিয়। বিশেষ করে বিপিএলের উপস্থাপনা করে এ দেশের দর্শকের নজর কাড়েন তিনি। সম্প্রতি মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সোই ফেবুলাসের গাওয়া ‘ফলেন অ্যাঞ্জেল’ গানের মডেল হয়েছেন শিনা। নতুন মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন এই মডেল।
এনটিভি অনলাইন : ‘ফলেন অ্যাঞ্জেল’ গানের মডেল হওয়ার অভিজ্ঞতা আপনার কেমন ছিল?
শিনা চৌহান : ভীষণ ভালো। গানের থিম খুবই শক্তিশালী। মাদক সেবন কতটা ক্ষতিকর, এই মিউজিক ভিডিওতে এটা তুলে ধরা হয়েছে।
এনটিভি অনলাইন : ভিডিওটির শুটিং কোথায় হয়েছিল?
শিনা চৌহান : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আমরা শুটিং করেছিলাম। ভিডিওটি পরিচালনা করেছেন জিনো মন্টেসিনোস। জিনো ও গানের শিল্পী সোই ফেবুলাসও গানটিতে মডেল হয়েছেন। এ ছাড়া মিয়া, এমিলি জেমস, প্যাট্রিক লিয়াহিও গানটির মডেল হিসেবে কাজ করেছেন।
এনটিভি অনলাইন : মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে আপনার ভক্তদের উদ্দেশে কিছু বলুন।
শিনা চৌহান : পুরো বিশ্বে এখন মাদক অনেক বড় সমস্যা। মাদক কর্মক্ষমতা নষ্ট করে দেয়। স্মৃতিশক্তি কমিয়ে ফেলে। সাইকোসিস রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। মাদক আমাদের সমাজের জন্য খুব ক্ষতিকর। আমি বিশ্বাস করি, সুন্দর সংস্কৃতি ও ভবিষ্যতের জন্য মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিল্পের জন্যও মাদক ক্ষতিকর। তাই বেশি বেশি সচেতনতা বৃদ্ধি করা জরুরি। ‘ফলেন অ্যাঞ্জেল’ গানের ভিডিওর মাধ্যমে আমরা এই বার্তাই মূলত দিতে চেয়েছি।
এনটিভি অনলাইন : আপনি এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
শিনা চৌহান : আমি এখন মুম্বাইতে আছি। কিছুদিন পরে নতুন কাজের খবর দিতে পারব।
এনটিভি অনলাইন : সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
শিনা চৌহান : আপনাকেও।