বাপ্পীর ‘ডনগিরি’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/06/photo-1530850939.jpg)
আগামী ঈদের জন্য প্রস্তুত হচ্ছেন নায়ক বাপ্পী, এই প্রস্তুতি দর্শকদের জন্যই। তাঁর নতুন ছবিটির নাম ‘ডনগিরি’, পরিচালনা করছেন শাহ আলম মণ্ডল।
শাহ আলম মণ্ডল বলেন, ‘আমরা এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছি ছবিটি আগামী ঈদে মুক্তি দেওয়ার জন্য। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। সঙ্গ আছেন শক্তিমান অভিনেতা আনিসুর রহমান মিলন। আর থাকছেন চলচ্চিত্রের নতুন উপহার এমিয়া এমি। এই ছবি দিয়ে এমি চলচ্চিত্র যাত্রা শুরু করছেন। আশা করি, ছবিটি দর্শক উপভোগ করবেন।’
শাহ আলম আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, দর্শক সিনেমা হলে যান সুন্দর একটি গল্প দেখার জন্য। এমনও হয়েছে শাকিব খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে, সেখানে দুটি ছবি দারুণ ব্যবসা করেছে, আরেকটি ছবি ফ্লপ। তার মানে দর্শক ভালো ছবিগুলো গ্রহণ করে। তা ছাড়া নায়ক বাপ্পী এরই মধ্যে দর্শকপ্রিয়তার শীর্ষে। শাকিব খানের পরই বাপ্পীর নামটি আমরা শুনতে পাই। সঙ্গে আনিসুর রহমান মিলন ভাই আছেন। আমি এই ছবির মধ্যে একজন নায়িকাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আশা করি, সেও নিজের অবস্থান করে নেবে।’
ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, “আমার এই ছবির গল্প লিখেছেন স্বনামধন্য চিত্রনাট্যকার যোশেফ শতাব্দী। এই গল্পটির পর তিনি আর কোনো কাজ করতে পারেননি। একটা সময় দর্শক মনে করেছিলেন, আমাদের দেশে আর চলচ্চিত্র হবে না। অশ্লীলতার কারণে দর্শক চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। এমন সময় চিত্রনাট্যকার যোশেফ শতাব্দীর ‘চাচ্চু’, ‘দাদিমা’ ছবিগুলোর মধ্য দিয়ে আবারও চলচ্চিত্র আলোর মুখ দেখে। এই ছবিতেও সুন্দর একটি গল্প আছে, যা দর্শক পছন্দ করবেন বলে আমি মনে করি।”
‘ডনগিরি’ ছবিতে নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। ইমন সাহার সংগীতে এ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনক চাপা, রুপম, লেমিস, পুলক, ইমরান, পড়শী ও হাসান ইমাম।
‘ডনগিরি’ ছবিতে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, অমিত হাসান, জিয়া তালুকদার, রতন, এস আই ফারুক, কমল পাটেকর, রাজাউলসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছে এস এস কথাচিত্র ইন্টারন্যশনাল।
এদিকে আগামী ঈদে শাকিব খানেরও একটি ছবি মুক্তি পাবে। ‘ক্যাপ্টেন খান’ শিরোনামের ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।