শাকিবের শুটিংয়ে বৃষ্টির বাগড়া

বেশ কিছুদিন ধরে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত শাকিব খান। কিন্তু আজ ছবির শুটিংয়ে তিনি অংশ নিতে পারেননি বৃষ্টির কারণে।
আজ সকাল ৮টায় রাজধানীর টিকাটুলীর মোড়ে একটা ট্যাক্সিস্ট্যান্ডে শাকিবের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ঝুম বৃষ্টির কারণে শুটিং বন্ধ রেখেছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন।
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আমরা সকালে শুটিং সেটে গিয়েছিলাম। বৃষ্টির কারণে কোনো শুটিংই আমরা করতে পারিনি। ১২টা পর্যন্ত সেটে থেকে আমরা ফিরে এসেছি। মূলত বৃষ্টির কারণে শুটিং প্যাকআপ করতে হয়েছে।’
আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খান’। বর্তমানে চলছে ছবির শেষ পর্যায়ের শুটিং। এখন পর্যন্ত ছবির ৯০ ভাগ শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। আর মাত্র পাঁচ দিন শুটিং করলে ছবির বাকি কাজ শেষ হবে। কিছু দৃশ্য আর শাকিবের ডাবিং বাকি রয়েছে ছবির।
এদিকে, ছবিটিতে এখন পর্যন্ত পাঁচ কোটি টাকা লগ্নি করা হয়েছে বলে জানান সুমন। তিনি বলেন, ‘এই ছবির গল্প সুন্দর। নির্মাণে আধুনিক যন্ত্র আমরা ব্যবহার করেছি। শাকিবকে দর্শক যেভাবে পর্দায় দেখতে চায়, সেভাবে আমরা ছবিটি নির্মাণ করেছি।’
ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।