তারকার চারবেলা
খুব সকালে ঘুম থেকে উঠি: শখ

আনিকা কবির শখ, নৃত্যশিল্পী,মডেল ও অভিনেত্রী। কাজের ব্যস্ততা সারাক্ষণ তাঁকে ঘিরে রাখে। অবসর সময় খুব কম পান। আজ আমার জানব, ছুটির দিনে প্রিয় এই তারকার সময় কীভাবে কাটে।
শখের সকাল
আমি সব সময় সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করি। আর আমার ঘুমও ভাঙে তাড়াতাড়ি। কারণ সকালে আমি নামাজ পড়ি। নামাজ পড়ে কখনো কখনো আবার ঘুমিয়ে পড়ি। আর সেটা না করলে আমি সকালে হাঁটাহাঁটি করি। আর সকালে খালি পেটে আমি কালোজিরা খেয়ে নেই। তারপর সাধারণত গ্রিন টি খেতে আমি পছন্দ করি।
শখের দুপুর
দুপুরে বাসায় থাকলে পরিবারকে আমি পুরো সময় দিই। এ ছাড়া আমি অনেক বেশি চলচ্চিত্র দেখতে পছন্দ করি। টিভিতে, ল্যাপটপে অথবা ইন্টারনেটে আমি ছবি দেখি। দুপুরে আর একটা কাজ আমি করতে পছন্দ করি। সেটা হলো রান্না। আমি গরুর মাংস, বিরিয়ানি অনেক ভালো রান্না করতে পারি। সব সময় দুপুরে বাঙালি খাবার খেতেই আমার ভালো লাগে। মায়ের হাতের ভর্তা ও মাছ খেতে আমি পছন্দ করি।
শখের বিকেল
মাঝে মাঝে আমি বিকেলে নিজের হাতে কেক বানাই। আমার নানুর বাসা আমাদের বাসার কাছাকাছি। বিকেলে কখনো আমি নানুর বাসায় চলে যাই। অথবা আমার কাজিনরা আমার বাসায় আসে। তাদের সবার সঙ্গে গল্প করে অনেক ভালো সময় কাটে আমার। এ ছাড়া মাঝে মাঝে সবাইকে সঙ্গে নিয়ে শপিংও করি। মূল কথা, পরিবারের সবার সঙ্গে থাকতে আমার বেশি ভালো লাগে।
শখের রাত
আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ১২টার মধ্যে আমার চোখে ঘুম আসে। আর ঘুমানোর আগে আমি টিভি দেখি। একসময় অনেক ফেসবুকিং করতাম। কিন্তু এখন ফেসবুকিং আমাকে টানে না। গত দুই মাস হলো ফেসবুক আমি ডিঅ্যাকটিভ করে রেখেছি।