রোমান্টিক গানের শুটিং শ্রীলঙ্কায় করেছেন হৃদয় খান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/09/09/photo-1536490722.jpg)
ছবির গানে হৃদয় খানের কণ্ঠ শ্রোতারা নিয়মিত শুনতে পাচ্ছেন। এর পাশাপাশি হৃদয় দেশ-বিদেশের বিভিন্ন সংগীতশিল্পীর গান করছেন কাভার। সম্প্রতি ক্রিস্টিনা পেরির ‘থাউজেন্ড ইয়ার্স’ গানটি কাভার করেছেন হৃদয়। কাভার গান ও নতুন গানের ভিডিও কবে আসবে এসব নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন দেশের জনপ্রিয় এই সংগীত তারকা।
এনটিভি অনলাইন : হৃদয় খান এখন বেশি কাভার গান করছেন। এর পিছনে বিশেষ কারণ কী?
হৃদয় খান : এখন হয়তো বেশি কাভার গান করছি। তবে কাভার গান করা শুরু করেছি আরো কয়েক বছর আগে। আলিফ আলাউদ্দীনের সঙ্গে দ্বৈত গান কাভার করেছিলাম। নতুন খবর হলো, ‘হৃদয় খান অ্যান্ড ফ্রেন্ডস’ নামে ইউটিউব চ্যানেল খুলেছি আমি। সেখানে নতুন নতুন কাভার গান নিয়মিত প্রকাশ করছি আমরা। এখন বেশি কাভার গান করছি এর কারণ ভেবে দেখেছি, দেশের বাইরে কাভার গান অনেক হয়। আমাদের দেশে হলে সমস্যা কী? এ ছাড়া কাভার গান করতে আমি আলাদা স্বাচ্ছান্দ্যবোধ করি।
এনটিভি অনলাইন : গত ৪ সেপ্টেম্বর ক্রিস্টিনা পেরির ‘থাউজেন্ড ইয়ার্স’ গানটি কাভার করে ইউটিউবে প্রকাশ করেছেন। কেমন সাড়া পেলেন?
হৃদয় খান : আমি আর দয়িতা মিলে গানটা করেছি। গানে অন্যরকম একটা অনুভূতির ভাষা আছে। কাছের সবাই ভালোই বলছে।
এনটিভি অনলাইন : কাভার গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
হৃদয় খান : শুধু বাংলা ও ইংরেজি নয়, সব ভাষার গান কাভার করার ইচ্ছে আছে। আরো বেশকিছু পরিকল্পনা মাথায় ঘুরছে। আপতত বলতে চাই না।
এনটিভি অনলাইন : গেল ঈদে ‘মনে রেখ’ ছবিতে আপনার গাওয়া টাইটেল গানটি প্রশংসিত হয়েছে। নতুন কোন ছবিতে আপনার গান দর্শক দেখতে পাবে?
হৃদয় খান : মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে গান গেয়েছি। গানের শিরোনাম ‘লক্ষী সোনা’।
এনটিভি অনলাইন : শেষ প্রশ্ন। আপনার নতুন গানের ভিডিও কবে দেখতে পাবেন দর্শক?
হৃদয় খান : একটার পর একটা গান করেই চলেছি। চলতি মাসেই নতুন গানের ভিডিও প্রকাশ করব। ভিডিওতে আমাকে দেখতে পাবেন দর্শক। গানটির শুটিং করেছি শ্রীলঙ্কায়। রোমান্টিক গান। এখনো শিরোনাম ঠিক করিনি।