কার জন্য তৌসিফের ‘অপেক্ষা’!
হালের জনপ্রিয় অভিনেতা তৌসিফের নতুন নাটক ‘অপেক্ষা’।নাটকটি লিখেছেন তানিন রহমান।পরিচালনা করেছেন নাজমুল হক বাপ্পী।
তৌসিফের বিপরীতে নাটকটিতে অভিনয় করেছেন জাহারা মিতু ও তানজিন তিশা।এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মিলি বাশার প্রমুখ। আগামীকাল শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে। তনয় চরিত্রে তৌসিফ,মীরা চরিত্রে মিতু ও নীলা চরিত্রে তিশা নাটকটিতে অভিনয় করেছেন।
‘অপেক্ষা’ নাটকের গল্পে দেখা যাবে,ক্লাসের ফার্স্ট হওয়া একটি ছেলের পড়ালেখা যদি চুকে যায় তবে সেটা আশ্চর্য হবারই মতো। সম্পূর্ন একঘরে হয়ে যায় তনয়। তার বাবা মায়ের আফসোস হয় কিন্তু তাদের যেন কিছুই বলার নেই।একটি দুর্ঘটনা তনয়ের জীবন এলোমেলো করে দেয়। তার প্রিয় বান্ধবী মীরার মৃত্যুর পরেই সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় সে। এমন সময় তনয়ের মায়ের এক আত্নীয় নীলা আসে তাদের বাসায়। আমেরিকায় থাকে সে। সবদিক থেকেই আধুনিকা। সে খুঁজে পায় তনয়ের এই নীরবতার কারণ। আর চেষ্টায় থাকে তনয়কে কি করে আবার আগের রুপে ফেরানো যায়। তবে নীলাও চলে যায় একসময়। অন্যদিকে,তনয় আবারও অপেক্ষায় থাকে। একজন বন্ধু হিসেবে নীলা কি আসবে ফিরে?